New Idea

শুক্রবার, ১২ জুন, ২০২০

বাংলা ব্লগ

জীবন হল নদীর মতো৷ যেখানে উঁচু নিচু থাকবেই৷ কিন্তু থামলে চলবে না ৷ চলা ই জীবন৷থেমে যাওয়া মানে হেরে যাওয়া ৷ নদী যেমন তার গতি পথের সমস্ত বাধা পেরিয়ে আপন মনে এগিয়ে যায় ঠিক সেই ভাবে আমাদের জীবনের সমস্ত প্রতিকূলতা বাধা পেরিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে ৷ তাহলে কোন বাধা আর বাধা থাকবে না ৷ সমস্ত কিছুর মধ্যে নিজ লক্ষ্যে অটল নাকতে হবে। প্রকৃতির সকল কিছুই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয| তাই সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয় জীবন যুদ্ধে সকলে নদীর মতো দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এগিয়ে চলব ৷ জীবন সবসময়ই আমাদের কিছু শেখায়। ভালো পরিস্থিতি যেমন শিক্ষা দেয়, তেমনি খারাপ পরিস্থিতি থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। সুখ নামক বস্তুটিকে আমরা সকলে চায়। কিন্তু সুখের সাথে দুঃখ যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তা ভুলে যায়। তাই সুখে যেমন ভেসে যেতে নেই, তেমনি দুঃখে থেমে যেতে নেই। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজের জন্য নয় সকলের জন্য বাঁচা। 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে' জীবন নিয়ে সকলের মতামত জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Soya chili recipe/ Soyabin chili recipe

Soya chili is very delicious item.I hope you all like it.So today I share this recipe Ingredients- soyabin,capcicum, Onion, garl...